সেকথা বললে তো দেহের সব কাজই মস্তিষ্ক দ্বারা পরিচালিত হয়। মাথাই তো কাজ করায়। আমাদের হাত-পা চলে মস্তিষ্কের নির্দেশেই। ফেসবুক তাই নেমে পড়েছে খোদ মস্তিষ্কের এই কন্ট্রোল সিস্টেম বুঝতে। ফেসবুকের ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট রেজিনা দুগান জানিয়েছেন, তাঁদের গবেষণা দল “বিল্ডিং এইট” এখন সেই চেষ্টাতেই মগ্ন। মানুষের মনের কথা, নিজে থেকে টাইপ হয়ে যাবে কম্পিউটার বা মোবাইলের স্ক্রিনে। ফলে কষ্ট করে টাইপ করতে হবে না। মিনিটে প্রায় ১০০টি শব্দ টাইপ করতে সক্ষম হবে এই প্রযুক্তি। সোজা মস্তিষ্ক থেকে কম্পিউটার স্ক্রিন। যা বর্তমানে আমাদের হাতে করে টাইপ করার গতির তুলনায় পাঁচগুণ বেশি (মোবাইলে হাতে টাইপ করার গতির তুলনায়)।
ফেসবুকের তরফে জানানো হয়েছে, নিঃশব্দ কথন প্রক্রিয়ার উপর দুটি প্রকল্পে তারা কাজ করছে। নিঃশব্দ কথন (Silent Speech Communication) বলতে এখানে এমন একটা প্রক্রিয়ার কথা বলা হয়েছে যা মানুষ মনে মনে বলে। মুখে উচ্চারণ করে না। কারণ Speech Recognition বা Voice Recognition-এর মতো প্রযুক্তি আগেই বেরিয়েছে। এবার ফেসবুক খুঁজছে মনের কথা বোঝার প্রণালী। এটাই হবে Brain Computer Interface।