কালকে টাইয়ের প্রথম সিঙ্গলসে ভারতের রামকুমার রামনাথন খেলবেন ইট্যালির আন্দ্রেস সিপ্পির বিরুদ্ধে। দ্বিতীয় সিঙ্গলসে মাতিও বারেতিনির মুখোমুখি হবেন ভারতের প্রজনেশ গুনশেখরণ। দ্বিতীয় দিনে টাইয়ের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ডাবলসে ভারতের রোহন বোপান্না ও দিবিজ শরণ জুটির বিরুদ্ধে খেলবেন ইট্যালির মার্কো চেচিনাতো এবং সিমোনে বোলেলি জুটি। ফিরতি সিঙ্গলসে প্রথম দুটি সিঙ্গলসের প্রতিপক্ষরা বিপরীত অর্ডারে পরস্পরের মুখোমুখি হবেন।
ডেভিস কাপ টাইয়ের ড্র অনুষ্ঠানে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস উপস্থিত ছিলেন। ড্র নিয়ে নিজেদের সন্তোষের কথা জানিয়েছেন মহেশ ভূপতি। বিশ্বের ৩৭ নম্বর আন্দ্রেস সিপ্পিকে সামলাতে রামকুমার তৈরি বলে দাবি করেছেন ভারতীয় দলের নন প্লেয়িং ক্যাপ্টেন। তাঁর মতে ক্রমপর্যায় নয়, ডেভিস কাপে মানসিক জোরটাই আসল। তা ছাড়া সিপ্পির খেলার ধরন নিয়ে রামকুমার ওয়াকিবহাল বলে জানান মহেশ।
অন্যদিকে প্রতিপক্ষ তাদের সেরা খেলোয়াড় চেচিনাতোকে সিঙ্গলসে না খেলিয়ে চমক দেওয়ার চেষ্টা করলেও ভারতীয় দল তাতে বিস্মিত নয়। বরং এই চমকটা প্রত্যাশিত ছিল বলে মনে করছে ভারত। দ্বিতীয় সিঙ্গলসে মাতিও বারেতিনিকে সামলাতে হবে প্রজনেশ গুনশেখরণের। দলের সেরা খেলোয়াড়কে ঘিরে ভারতীয় দলের আত্মবিশ্বাস তুঙ্গে। ডাবলসে রোহন বোপান্না ও দিবিজ শরণ জুটি ভারতীয় দলকে টাইতে লড়াইতে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রোহন বোপান্না দীর্ঘদিন ধরে খেললেও দিবিজ শরণ তুলনায় নতুন।
ভারতীয় দলের সদস্যরা বলছেন, নন প্লেয়িং ক্যাপ্টেন মহেশ ভূপতি তাদের সেরা অধিনায়ক। সারা বছর পুরো দলকে তৈরি করার কাজে ব্যস্ত থাকেন। দলকে নতুন ভাবে গড়ে মাদ্রিদের টিকিট নিশ্চিত করতে চায় ভারত। যার প্রথম ধাপটা শুক্রবার শুরু করতে চান মহেশ ভূপতি।