ফাইল ফোটো
ইতিপূর্বে, ১০ মিটার এয়ার পিস্তলের একক বিভাগে তিনি সোনা জয় করেছিলেন। ক্লাস ইলেভেনে পড়াশোনা করেন মনু। বিশ্বকাপে তিনিই সর্বকনিষ্ঠ প্রতিযোগী, যিনি সোনা জয় করলেন।
টুর্নামেন্টের ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ় জয় করেছেন ভারতের দীপক কুমার এবং মেহুলি ঘোষ। দীপক এবং মেহুলি ৪৩৫ পয়েন্ট সংগ্রহ করেছেন।
সোনা জয়ের পর মনু বললেন, “আমি কী রেকর্ড গড়েছি, সেই বিষয়ে এখনও কিছুই জানি না। তবে আমি আমার কোচেদের ধন্যবাদ জানাতে চাই। ওনাদের উপদেশ মেনে চলার কারণেই আজ আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি। নিজের দক্ষতাকে আরও ক্ষুরধার করতে পেরেছি।”
গত ডিসেম্বর মাসে ৬১তম জাতীয় শুটিং প্রতিযোগিতা জিতেছিলেন মনু। তারকা প্রতিদ্বন্দ্বী হিনা সিধুকে তিনি পরাস্ত করেন। এই টুর্নামেন্টে তিনি ১৫টি পদক জয় করেছিলেন। তারমধ্যে ন’টি সোনার পদক ছিল।