ফোটো সৌজন্য : twitter/@BCCI
ফোর্বস ইন্ডিয়ার তালিকায় ভারতের ধনীদের ১০০ জনের মধ্যে ২১ জন ক্রীড়াবিদ রয়েছেন। ক্রীড়াবিদদের তালিকায় কোহলির পরেই রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। গত আর্থিক বছরে তাঁর রোজগার ১০১.৭৭ কোটি টাকা। ৫ বছর আগে ক্রিকেট ছেড়েও তিনে রয়েছেন সচিন তেন্ডুলকর। তাঁর রোজগার ৮০ কোটি টাকা। চার নম্বরে রয়েছেন ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু।
আগামিকাল অ্যাডিলেডে মিচেল স্টার্ক, জোশ হ্যাজ়েলউড ও ন্যাথাল লিঁয়র মতো বোলারদের ফেস করবেন বিরাট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে নামার আগে বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটসম্যানের মুকুটে জুড়ল আরও একটি পালক।