সুপারমার্কেটে গিয়ে বাজার করার পর লম্বা লাইনে দাঁড়িয়ে বিল পেমেন্টের ঝক্কি পোহাতে গ্রাহকদের রেহাই দিতেই এই পদক্ষেপ। ২০১৬ সালে প্রথম এই ধরনের স্টোর চালু হয়। শুধু মোবাইলের QR কোড স্ক্যান করেই করা যাবে কেনাকাটা।
কীভাবে কাজ করবে স্বয়ংক্রিয় স্টোর ?
এই স্টোরে ঢোকার সঙ্গে সঙ্গে স্ক্যানারের মাধ্যমে আপনাকে স্ক্যান করা হবে। যাতে আপনার উপস্থিতি বোঝা যায়। দোকান থেকে পছন্দমতো জিনিস কিনে QR কোড স্ক্যান করলেই পেমেন্ট হয়ে যাবে। ফলে বিল পে করার জন্য লম্বা লাইনে দাঁড়াতে হবে না।
তবে কবে এটি লঞ্চ করবে সেই ব্যাপারে সংস্থার তরফে এখনও কিছু জানানো হয়নি।