শিকাগো কলেজের গবেষকরা পরামর্শ দিয়েছেন, যাঁদের দাঁত দুর্বল, নিয়মিত আঙুর খেলে কার্যকরী ফল পেতে পারেন। আঙুরের ক্ষুদ্র বীজে থাকে এই উপকারী প্রাকৃতিক যৌগ উপাদানটি। ওয়াইন তৈরির সময় সেটি উপজাত উপাদান (byproduct) হিসেবে সংগ্রহ করা হয়। বিক্রি করা হয় বিভিন্ন ওষুধের দোকানে। কিন্তু দাঁত মজবুত করার ওষুধ হিসেবে বিক্রি হয় না। বিক্রি হয় আরও ভালো রক্ত চলাচল ও হৃদরোগের দাওয়াই হিসেবে।
এছাড়াও, আঙুরের গুণে দাঁতের আয়ু দ্বিগুণ বেড়ে যেতে পারে। দাঁতের গুরুত্বপূর্ণ টিশু ডেন্টিন মজবুত হতে শুরু করে। এতে দাঁতে ক্ষয় রোধ করা সম্ভব। আরও একটা সমস্যা হল, দাঁতে পোকা ধরা বা ক্যাভিটি। এটিকে প্লাকও বলে। প্লাক হয় অ্যাসিডের কারণে। অ্যাসিড দাঁত ফুটো করে দেয়, কালো করে দেয় অংশটি। আঙুর সেই ক্ষতিও রোধ করে।