ছবিটি প্রতীকী
গতকাল পর্যন্ত ক্লাস নাইন ও টেনের সহকারী শিক্ষক পদের চূড়ান্ত নিয়োগপত্র বিলি করা হয়। বাকি ছিল শুধু বাংলা। এর আগে, হাইকোর্টে মামলা চলার কারণে বাংলার জন্য পৃথক কাউন্সেলিংয়ের বন্দোবস্ত করা হয়। ফলে অন্য বিষয়ের চূড়ান্ত নিয়োগপত্র দেওয়া হলেও আটকে যায় বাংলার নিয়োগপত্র বিলি। এমনকী, পরে কাউন্সেলিং হলেও আপার প্রাইমারির শারীরশিক্ষা ও কর্মশিক্ষার সহকারী শিক্ষকরা আগে হাতে নিয়োগপত্র পেয়ে যান। তা নিয়ে বাংলার প্রার্থীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। অবশেষে আজ চূড়ান্ত নিয়োগপত্র বিলির বিজ্ঞপ্তি প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট http://wbbse.org -তে বিজ্ঞপ্তিটি পাওয়া যাচ্ছে।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দু'টি স্তরের চূড়ান্ত নিয়োগপত্র বিলি করা হবে। ২০১৬ সালে প্রথম রাজ্যস্তরের পরীক্ষার (প্রথম SLST) ভিত্তিতে বাংলার সহকারী শিক্ষকদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। আর অশিক্ষক কর্মচারী (ক্লার্ক ও গ্রুপ D) নিয়োগের জন্য ২০১৬ সালের তৃতীয় রিজিওনাল লেভেল সিলেকশন টেস্টের (থার্ড RLST) ভিত্তিতে ওয়েটিং লিস্টে যেসব প্রার্থীদের নাম কমিশন সুপারিশ করেছে, তাঁদের নিয়োগপত্র বিলি করা হবে।
নথি যাচাইয়ের জন্য প্রার্থীদের স্কুল সার্ভিস কমিশনের নতুন ভবনে (DK-৭/২, সল্টলেক, সেক্টর-২, ৭০০০৯১, আনন্দলোক হাসপাতালের পাশে) উপস্থিত থাকতে হবে। দুই অর্ধে নিয়োগপত্র বিলি হবে। প্রথমার্ধে সকাল ১১টা ও দ্বিতীয়ার্ধে ২টো থেকে নিয়োগপত্র দেওয়া হবে। যেসব প্রার্থীদের আলিপুরদুয়ার, বাঁকুড়া, কোচবিহার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও শিলিগুড়ি জেলায় পোস্টিং করা হবে তাঁদের প্রথমার্ধে নিয়োগপত্র দেওয়া হবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, বর্ধমান, বীরভূম ও পূর্ব মেদিনীপুর জেলায় যাঁদের নিয়োগ করা হবে তাঁদের দ্বিতীয়ার্ধে নিয়োগপত্র দেওয়া হবে। সেদিনই প্রথমার্ধে সব জেলার ক্লার্ক ও গ্রুপ D-র ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের চূড়ান্ত নিয়োগপত্র দেওয়া হবে।
ভেরিফিকেশনের জন্য প্রার্থীদের আসল নথিপত্রের পাশাপাশি সেলফ অ্যাটেস্টেড কপিও আনতে বলা হয়েছে। প্রার্থীদের যে নথিপত্রগুলি আনতে বলা হয়েছে, সেগুলি হল:
- স্কুল সার্ভিস কমিশনের অ্যাডমিট কার্ড
- স্কুল সার্ভিস কমিশনের দেওয়া রেকমেন্ডেশন লেটার
- সংশ্লিষ্ট বিষয়ের স্নাতকডিগ্রির মার্কশিট
- B.ED. বা তার সমতুল্য প্রশিক্ষণের সার্টিফিকেট
- পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অ্যাডমিট কার্ড বা তার সমতুল্য নথি
- বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অ্যাডমিট কার্ড বা তার সমতুল্য নথি
- প্রয়োজন হলে প্রার্থীর কাস্ট সার্টিফিকেট ও বিশেষভাবে সক্ষমতার সার্টিফিকেট
- ছবিসহ আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, EPIC জাতীয় পরিচয়পত্র
- দুটো রঙিন পাসপোর্ট সাইজ় ছবি