গোপন সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু করেন নিরাপত্তারক্ষীরা। সেই সময়, জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা গুলি চালান জওয়ানরাও। দফায় দফায় দু'পক্ষের মধ্যে গুলি বিনিময় চলে।
এলাকায় আরও কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না তা খতিয়ে দেখছেন জওয়ানরা।