কেজরিওয়াল আজ বলেন, "রাজ্যের স্পেশাল স্ট্যাটাসের জন্য আজ অন্ধ্রের মুখ্যমন্ত্রী, সাধারণ মানুষকে দিল্লিতে অনশনে বসতে হল। এটা খুবই দুঃখজনক। একসময় প্রধানমন্ত্রী জনসমক্ষে ঘোষণা করেছিলেন অন্ধ্রকে স্পেশাল স্ট্যাটাস দেবেন। কিন্তু উনি কথা রাখেননি। ওঁর মিথ্যে কথা বলার নমুনা বিশ্বের সবাই জানে। অনুশোচনাও নেই। এমন কী অমিত শাহ নিজেও স্বীকার করেছেন যে তাঁরা যাই বলেন সেটা মিথ্যে।" নাইডুর দাবিকে সমর্থন জানিয়ে কেজরিওয়াল আরও বলেন, "তিরুপতি মন্দিরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন অন্ধ্রকে স্পেশাল স্ট্যাটাস দেবেন। ঈশ্বরের মন্দিরে দাঁড়িয়ে দেওয়া কথাও উনি রাখলেন না।"
২০১৪ সালে অন্ধ্রপ্রদেশ ভাগ হওয়ার সময় অন্ধ্রকে স্পেশাল স্ট্যাটাস দেওয়ার কথা ঘোষণা করে BJP সরকার। সেই প্রতিশ্রুতি পূরণের দাবিতে আজ দিল্লির অন্ধ্রভবনে অনশনে বসেন চন্দ্রবাবু নাইডু। তাঁর রাজ্যের মানুষকে ব্যক্তিগত আক্রমণ করলে মোদিকে শিক্ষা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তাঁর কথায়, "প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপায়ী ২০০২ দাঙ্গার সময় ঘোষণা করেছিলেন গুজরাতে রাজধর্ম পালন করা হচ্ছে না। এখন অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রেও সেটাই হচ্ছে। আমরা আমাদের দাবিতেই সরব হয়েছি।"