অনন্তনাগে আটক ইয়াসিন মালিক (ছবি সৌজন্য-Eenadu India English)
JKLF সূত্রে জানা গেছে, আজ ইয়াসিন কাশ্মীরে মৃত কিছু মানুষের পরিবারকে সমবেদনা জানাতে তাদের বাড়ি গেছিলেন। সেখান থেকে নিজের বাড়িতে ফেরার পথে তাকে আটক করে পুলিশ।
এই ঘটনার তীব্র নিন্দা করে ওই সংগঠনের এক মুখপাত্র আরও জানায়, মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়ে ফেরার পথে ইয়াসিনের সঙ্গে আটক করা হয়েছে ভাইস চেয়ারম্যান মুস্তাক আজমল ও জ়োনাল অর্গানাইজার বাশির আহমেদ কাশ্মিরিকে। তাদের বর্তমানে সংগম পুলিশ স্টেশনে রাখা হয়েছে।
প্রসঙ্গত, গতকালই ১০দিনের কারাবাসের পর ছাড়া পেয়েছিল ইয়াসিন মালিক। আজ ফের তাকে আটক করা হল।