আজ সকালেই সোপিয়ানে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে ২ জওয়ানের মৃত্যু হয়। খতম করা হয় তিন জঙ্গিকেও। যদিও জঙ্গিদের পরিচয় এখনও পরিচয় জানা যায়নি। জানা গেছে, সোপিয়ানের আনোয়ারা গ্রামে একটি বাড়ির ভেতর ছিল তিন জঙ্গি। এই ঘটনায় তিন সেনা জখম হয়েছেন। জঙ্গিদের অবস্থানের খবর পেয়ে গতকাল সন্ধেয় সেখানে তল্লাশি অভিযান চালায় সেনা।
গতকালও পুঞ্চ সেক্টরে পাকিস্তানি সেনার গুলিতে এক পুলিশ অফিসার শহিদ হন। মৃত্যু হয় আরও এক মহিলার। এর আগে ৮ অগাস্ট পাক সেনার সংঘর্ষবিরতি চুক্তির লঙ্ঘনের জেরে পবন সিং নামে এক পুলিশকর্মীর মৃত্যু হয়। সেনা সূত্রে খবর, অগাস্টের ১ তারিখ পর্যন্ত মোট ২৮৫ বার বিনা প্ররোচনায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনা।