এদিকে, ওই হাসপাতালে আজ নতুন করে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মৃত্যু হয়েছিল ১১ শিশুর। এছাড়া ৭ থেকে ১১ অগাস্ট পর্যন্ত মৃত্যু হয় আরও ৬০ শিশুর। সবমিলিয়ে এক সপ্তাহে ওই হাসপাতালে মৃত শিশুর সংখ্যা বেড়ে হয়েছে ৭২।
গতকালই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছিলেন, শিশুমৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মন্ত্রীদের নিয়ে গড়া একটি টিমকে অক্সিজেন সরবরাহে গাফিলতির বিষয়টি দেখার নির্দেশ দেওয়া হয়েছে। ওই মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপ্যালকে বরখাস্ত করে তদন্ত শুরু হয়েছে। কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাকে রেয়াত করা হবে না বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন :
গোরখপুরে মৃত ৬৩ শিশু, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বিরোধীদের