গাড়ির উপর বসে মদ খাচ্ছে পুলিশ
দেখা গেছে, গাড়ির উপর বসে এক পুলিশকর্মী মদ খাচ্ছেন। অন ডিউটি। পুলিশের পোশাক পরে। সঙ্গে রয়েছেন আরেক মদ্যপ পুলিশ কর্মী। তিনি বলছেন, “এটা (হোলি) UP-র উৎসব। আমরা ডিউটিও করব আর উৎসবও পালন করব।”
শামলির টিটোলি থানার এই ভিডিওটি সামনে আসার পর ওই দুই পুলিশকর্মীকে স্থানীয় SP অজয় পালশর্মা সাসপেন্ড করে দেন। তাঁদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে।