ছবিটি প্রতীকী
ভুয়ো বিশ্ববিদ্যালয়ে ভরতি দেখিয়ে স্টুডেন্ট ভিসা পাইয়ে দেওয়ার ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে গত দুই দিনে। তাদের বিরুদ্ধে অভিযোগ, মোটা টাকার বিনিময়ে নকল নথির জোরে অযোগ্য ছাত্রছাত্রীদেরকে তারা স্টুডেন্টস ভিসা পাইয়ে দিত।
মিসৌরি, নিউ জার্সি, নিউ ইয়র্ক, জর্জিয়া ও টোক্সাসের বিভিন্ন যায়গায় তল্লাসি চালিয়ে এমন প্রচুর নকল নথি উদ্ধার করেছে অ্যামেরিকার হোমল্যান্ড সিকিউরিটি। ফ্লরিডা থেকে ভরত কাকিরেড্ডি, অ্যাটলান্টা থেকে আশোয়ান্ত নুনে, ভার্জিনিয়া থেকে সুরেশ রেড্ডি, কেনটাকি থেকে ফণিদীপ কারনাতি, নর্থ ক্যারলিনা থেকে প্রেম কুমার রামপিসা, ক্যালিফর্নিয়া থেকে সন্তোষ রেড্ডি সামা, পেনসিলভেনিয়া থেকে অবিনাশ থাক্কাল্লাপাল্লি, ড্যালাস থেকে নবীন প্রথিপতিকে গ্রেপ্তার করা হয়।