ফোটো : প্রতীকী
পুলিশ সূত্রে খবর, মেরঠের বাসিন্দা সঞ্জয় ভার্মার গয়নার ব্যবসা ভালো চলছিল না। তাই লাভের মুখ দেখতে সে তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক সঞ্জয়কে ভ্রাতৃবধূকে ধর্ষণ করে খুনের পরামর্শ দেন। সেইমতো গতকাল সকালে ভাইয়ের বাড়িতে যায় সে। সেই সময়, ভাই বাড়িতে ছিল না। সঙ্গে ছিলেন অন্য দুই ভাই। সঞ্জয় ওই দুই ভাইকে টাকা দেয় বাজার থেকে মদ আনার জন্য। তাঁরা বেরিয়ে গেলে ভ্রাতৃবধূকে ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ। তারপর সেখান থেকে পালিয়ে যায়।
সঞ্জয় ভার্মাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান থানার স্টেশন হাউজ় অফিসার বিজয় কুমার গুপ্তা। জেরায় ভেঙে পড়ে সে তার দোষের কথা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে খবর।