লেবুর খোসা
লেবুর খোসাতে আছে ভিটামিন C। যা আমাদের চোখের পাপড়ি বড় করতে সাহায্য করে। একটি পাত্রে সামান্য অলিভ অয়েল বা আমন্ড অয়েল নিন। তার সঙ্গে লেবুর খোসা মেশান। এবার এই মিশ্রণটি গরম করে নিন। লক্ষ্য রাখবেন তেল ফুটে না যায়। এইভাবে ৩-৪ বার মিশ্রণটি গরম করুন। এরপর এই মিশ্রণটি মাশকারা ব্রাশে করে আইল্যাশে লাগিয়ে নিন। রাতে এভাবে শুয়ে পড়ুন। সকালে হালকা গরম জলে মুখ ধুয়ে নিন।
অ্যালোভেরা জেল
একটি পাত্রে ১ চামচ অ্যালোভেরা জেল, ১ চামচ জোজোবা ওয়েল ও ১ চামচ ক্যামেলিয়া ইনফিউসন মিশিয়ে নিন। এবার এটি আইল্যাশে লাগান। সকালে ঘুম থেকে উঠে হালকা গরম জলে ভালো করে চোখ পরিষ্কার করে নিন। এছাড়াও অ্যালোভেরা জেল মাশকারা ব্রাশে করে আইল্যাশে লাগাতে পারেন তাতেও উপকার পাবেন।
ডিম
ডিমের সাদা অংশের সঙ্গে এক চামচ গ্লিসারিন মিশিয়ে নিন। এটি কটন বাড দিয়ে আইল্যাশে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। দেখবেন ৪ থেকে ৫ মাসের মধ্যেই আপনার আইল্যাশ ঘন ও লম্বা হবে।
অলিভ অয়েলের ব্যবহার
মাশকারার ব্রাশে করে অলিভ অয়েল আইল্যাশে লাগিয়ে নিন। সকালে হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এভাবে নিয়মিত ২ থেকে ৩ মাসের মধ্যেই আপানার আইল্যাশ বড় হয়ে উঠবে।
পেট্রোলিয়াম জেলি
অলিভ অয়েলের মতো একইভাবে রাতে ঘুমোতে যাওয়ার আগে আইল্যাশে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন। সকালে হালকা গরম জলে মুখ ধুয়ে নিন।
এছাড়াও,- অতিরিক্ত মাত্রায় আইল্যাশে কালার ব্যবহার করবেন না। এতে আইল্যাশের ক্ষতি হয়।
- ভিটামিন E চোখের পাপড়ি বড় করতে সহায়তা করে। তাই ভিটামিন E যুক্ত খাবার খাওয়ার বেশি চেষ্টা করুন।