ময়েশ্চারাইজ়ার
আপনি নিশ্চয় হোলি খেলে আসার পর ফেসওয়াশ দিয়ে আপনার ত্বক পরিষ্কার করেছেন। তাই আপনার ত্বক থেকে রং এখনও ওঠেনি। আপনার বাড়িতে কোনও ময়েশ্চারাইজ়ার থাকলে তা বেশি করে আপনার ত্বকে লাগিয়ে নিন। এরপর তুলোয় করে হালকা হাতে পরিষ্কার করে নিন। দেখবেন ত্বক থেকে রঙের দাগ হালকা হয়ে গেছে।
দুধ ও বেসন
রঙের দাগ তুলতে দুধ ও বেসনের ফেসপ্যাক খুবই উপকারী। এছাড়াও বেসন আমাদের ত্বক পরিষ্কার করে, এবং দুধ ত্বকের হারিয়ে যাওয়া ময়েশ্চারাইজ়ার ফিরিয়ে আনে।
লেবু
লেবু আমাদের ত্বকের যে কোনও দাগ ছোপ তুলতে সাহায্য করে। তাই এখনও আপনার ত্বকের যে যে জায়গায় এখনও পর্যন্ত রঙের দাগ আছে সে সব জায়গায় লেবু লাগিয়ে নিন। দেখুন দাগ উঠে যাবে।
মুসুর ডাল
মুসুর ডাল ত্বকের জন্য খুব উপকারী। এর জন্য ১ চামচ মুসুর ডাল, ১ চামচ কমলা লেবুর খোসা, ১ চামচ গোলাপ জল ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে একটি ফেসপ্যাক বানিয়ে নিন। এবার এটি আপনি ত্বকে লাগাতে পারেন। ফেসপ্যাক শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এরপর ময়েশ্চারাইজ়ার মেখে নিন।
মধু
মধু সবসময় আমাদের স্বাস্থ্য ও ত্বকের পক্ষে ভালো। তাই রঙের দাগ
তুলতে এবং ত্বককে ভালো রাখতে আপনি এই প্যাকটি ব্যবহার করতে পারেন। এই
ফেসপ্যাকের জন্য ১ চামচ আমন্ড পাউডার, ১ চামচ মধু ও কয়েক ফোঁটা লেবুর রস
নিন। এই গুলিকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিন। এবার এটি ত্বকে লাগান। ২০
মিনিট বাদে ত্বক ধুয়ে ফেলুন দেখুন ত্বক কেমন ঝলমল করছে।
ডিম
হোলির কেমিকাল রঙের ফলে আপনার চুল রুক্ষ হয়ে গেছে তাই তো। চুলের এই রুক্ষভাব দূর করতে শ্যাম্পুর সঙ্গে একটি ডিমের হলুদ অংশ মিশিয়ে মাথা লাগান এটি ৪৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। দেখবেন রং অনেকটা দূর হয়ে গেছে।
দই
দই চুলের জন্য খুবই ভালো। চুলকে স্বাস্থ্যকর রাখার জন্য আপনার গোটা চুলে দই লাগিয়ে ৪৫ মিনিট রাখুন। এরপর শ্যাম্পু করে নিন।