মৌসুমী চ্যাটার্জি (ছবি সৌজন্য : wikipedia)
গতকাল কলকাতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল BFJA-এর তরফে। দুই অভিনেতা- অভিনেত্রীকে সম্মান দেওয়ার পাশাপাশি বাংলা সিনেমার পরিচালকদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। সম্মানিত করা হয় পরিচালক কৌশিক গাঙ্গুলি (সিনেমাওয়ালা), শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায় (বেলাশেষে), অনিরুদ্ধ রায়চৌধুরী (বুনোহাঁস), সৃজিত মুখার্জি (রাজকাহিনি) ও গৌতম ঘোষ (শঙ্খচিল)-কে।
প্রসেনজিৎ (ফাইল ফোটো)
বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়শনের তরফে একজন জানান, বেশ কয়েকবছর ধরে পুরস্কার প্রদান অনুষ্ঠান করা হয়নি। বন্ধ ছিল। ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে পুরস্কারগুলো দেওয়া হয়েছে।
পাওলি দাম (ফাইল ফোটো)
বাংলা সিনেমার সেরা অভিনেতা ও অভিনেত্রীর অ্যাওয়ার্ডও দেওয়া হয় অনুষ্ঠান থেকে। শঙ্খচিল সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার সম্মান পান প্রসেনজিৎ। রাজকাহিনির জন্য সেরা অভিনেত্রীর সম্মান পান ঋতুপর্ণা সেনগুপ্ত ও নাটকের মতো সিনেমার জন্য পাওলি দাম।
পরিচালক ঋতুপর্ণ ঘোষকে নিজের অ্যাওয়ার্ড উৎসর্গ করেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এর আগে ঋতুপর্ণ ঘোষ ও তরুণ মজুমদারের ছবিতে অভিনয়ের জন্য এই সম্মান পেয়েছিলেন ঋতুপর্ণা।
জুলফিকার, জাতিস্মর ও ব্যোমকেশ বক্সী সিনেমায় সংগীত পরিচালনার জন্য সেরার সম্মান তুলে দেওয়া হয় অনুপম রায়, কবির সুমন ও নীল দত্তকে।