ফোটো সৌজন্য: বীরসা দাশগুপ্তের টুইটার
ফোটো সৌজন্য: বীরসা দাশগুপ্তের টুইটার
ওয়ান ছবিটি থ্রিলার। সেই সঙ্গে কল্পবিজ্ঞানেরও একটু ছোঁয়া আছে। ছবিটি দু’জন ক্ষমতাশালী মানুষের গল্প। একজন আদর্শবাদী পুলিশ অফিসার, অন্যজন বিজ্ঞানী। বিজ্ঞানী মুখোশের আড়ালে থেকে কুকর্ম করেন। কিন্তু তাঁর কাজে একমাত্র বাধা এক পুলিশ অফিসার। তাই সেই অফিসারকেই টার্গেট বানান সেই বিজ্ঞানী। ছবির গল্প এটাই। এর মধ্যে অবশ্য সেই পুলিশ অফিসার ও তাঁর প্রেমিকার মধ্যে রোম্যান্সও আছে।
ফোটো সৌজন্য: বীরসা দাশগুপ্তের টুইটার এই প্রথমবার কোনও ছবিতে নেগেটিভ চরিত্রে অভিনয় করলেন প্রসেনজিৎ। ছবির ট্রেলার ও গান “আলাদিন” ইতিমধ্যই দর্শকের মন কেড়েছে। ইউটিউবে ক্রমশ বাড়ছে ভিউয়ার্স।
ফোটো সৌজন্য: বীরসা দাশগুপ্তের টুইটার
১৪ এপ্রিল রিলিজ় করছে ওয়ান। ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন যশ। তাঁর বিপরীতে দেখা যাবে নুসরতকে। যশ ও নুসরতও প্রথম কোনও ছবিতে জুটি বাঁধছেন। বিজ্ঞানী আদিত্যের চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ।