ভিডিওয় শুনুন নীলকে কী শুভেচ্ছা দিলেন রূপঙ্কর বাগচি
অ্যালবামে রয়েছে পাঁচটি পাঁচ ধরনের গান। সব গানেরই সুর দিয়েছেন নীল নিজে। লিখেছেন গানও। নীল ছাড়াও এই অ্যালবামের জন্য গান লিখেছেন অরিজিত বন্দ্যোপাধ্যায়, প্রিয়াঙ্কা সহ আরও অনেকে। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেও গানের নেশা বরাবরাই রয়েছে নীলের। আর সেই জায়গা থেকেই এই গানগুলিতে ব্যবহার করেছেন এমন কিছু যন্ত্র যা আজকাল আর শোনা যায় না বললেই চলে। ব্যবহার করা হয়েছে নয়ের দশকের কিছু যন্ত্র।
অ্যালবাম লঞ্চের অনুষ্ঠানে হাজির ছিলেন সঙ্গীত জগতের তারকারা
অ্যালবাম লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঘব চট্টোপাধ্যায়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় ও অশোক ভদ্র। এছাড়াও ছিলেন অ্যালবামের সঙ্গে যুক্ত অন্য শিল্পীরা। অনুষ্ঠানে এসে অশোক ভদ্র বলেন, “এই অ্যালবামের সঙ্গে প্রথম থেকেই যুক্ত ছিলাম। নীলকে গাইডও করেছি। আশা করি গানগুলো সকলের ভালো লাগবে।” আসতে না পারলেও নতুন অ্যালবামের জন্য নীলকে ভিডিও মেসেজে শুভেচ্ছা পাঠিয়েছেন রূপঙ্কর বাগচি।